১১:৩৫ পিএম, ১৯ জানুয়ারী ২০২১, মঙ্গলবার |
| ৫ জমাদিউস সানি ১৪৪২
০৫ জানুয়ারী ২০২১, ০৮:৩২
'যুগের ফ্যাশন'
। । সালাম গফফার ছন্দ। ।
নোংরামি আর নষ্টামি
এ যুগেরই আদর্শ।
ভাল মন্দের ধার ধারেনা,
মুখে নীতি ফর শো।
ধর্মাধর্ম মুখেই শুধু
কাজে কর্মে নেইত।
ওরা আবার সভ্য মানুষ
শুদু হারাম খায়ত।
তাইত সবার বলি আজি
মুখে ওদের মার লাথি।
নষ্টামির এ ফ্যাশন থেকেমুক্ত হবে হবেই জাতি।