৮:০৮ এএম, ২২ জানুয়ারী ২০২১, শুক্রবার |
| ৮ জমাদিউস সানি ১৪৪২
১২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৭
উপকরণ
হাড় ছাড়া মুরগির মাংস-১ কাপ, কর্নফ্লাওয়ার-আধা কাপ, লবণ -স্বাদমতো, রসুন বাটা- আধা চা চামচ, আদা বাটা- আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া- আধা চা চামচ, ডিম- ১ টি ও তেল-পরিমাণমতো।
এছাড়া লাগবে- কাজুবাদাম- আধা কাপ, চিলি সস- আধা কাপ, টমেটোর সস- আধা কাপ, সয়া সস(লাইট)- ১ টেবিল চামচ, তিল-এক টেবিল চামচ, ভিনেগার- আধা চা চামচ, গোলমরিচের গুঁড়া- স্বাদমতো ও চিনি-এক চা চামচ।
টমেটো, শসা, লাল, সবুজ ও হলুদ ক্যাপসিকাম-দেড় কাপ, কাঁচা মরিচ- স্বাদমতো, ধনিয়া পাতা- ইচ্ছা, লেবুর রস-১ টেবিল চামচ।
যেভাবে করবেন
মুরগির বুকের মাংস পাতলা ও চিকন করে কেটে পানি ঝরিয়ে নিন। পাত্রে মাংস নিয়ে এতে একে একে কর্নফ্লাওয়ার,লবণ, রসুন বাটা,আদা বাটা, মরিচ গুঁড়া ও ডিম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
একটি পাত্রে তেল গরম করে কাজুবাদাম হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন।
মুরগির মাংস হালকা বাদামি করে ভেজে নিন। লক্ষ্য রাখুন খুব কড়া ভাজা হবে না, তাহলে শক্ত হয়ে যাবে।
এবার আরেকটি পাত্রে সামান্য তেল নিয়ে তিল, সব সস দিয়ে সামান্য নেড়ে চিনি
দিয়ে একে একে সবজি ও মরিচ দিয়ে চুলা বন্ধ করে দিন। সব শেষে ভিনেগার ও
লেবুর রস দিয়ে কাজুবাদাম ও ভাজা মাংস মিশিয়ে সুন্দর একটি পাত্রে পরিবেশন
করুন চিকেন ক্যাশুনাট সালাদ ।