১২:১৬ এএম, ২০ জানুয়ারী ২০২১, বুধবার |
| ৬ জমাদিউস সানি ১৪৪২
২০ অক্টোবর ২০২০, ০৯:০২
সারসা বার্তার যে সমস্ত সংবাদদাতা ও প্রতিনিধি এখনো পর্যন্ত তাঁদের বর্তমানে সদ্য তোলা দু কপি ছবি সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, ন্যাশনাল আই ডি কার্ডের ফটোকপি নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেন নাই বা পাঠান নাই তাঁদেরকে আগামী ৩১ অক্টোবর'২০ তারিখের মধ্যে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। বিষয়টী অতীব জরুরী। সম্পাদকের পক্ষ্যে-নির্বাহী সম্পাদক, সারসা বার্তা।