২:১৬ পিএম, ২৩ জানুয়ারী ২০২১, শনিবার |
| ৯ জমাদিউস সানি ১৪৪২
১১ জানুয়ারী ২০২১, ০৭:০৬
প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই জ্যেষ্ঠ সাংবাদিক।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
গত বছরের ডিসেম্বর মাসে মিজানুর রহমান খান করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকেই তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন ছিলেন।