৮:৪৭ এএম, ২৮ জানুয়ারী ২০২১, বৃহস্পতিবার |
| ১৪ জমাদিউস সানি ১৪৪২
সালাম গফফার ছন্দ-
১৩ ডিসেম্বর ২০২০, ০৯:৫৬
‘স্বাধীনতা'
সালাম গফফার ছন্দ
স্বাধীনতা তুমি মুক্ত প্রাণের জোয়ার
স্বাধীনতা তুমি তন্বীর ভালোবাসা
সাড়ে সাত কোটি বাঙালীর প্রাণে-
বেঁচে থাকার আশা!!
স্বাধীনতা তুমি আকাশের লাল সূর্য
স্বাধীনতা তুমি রণ দামামা তূর্য(২)
স্বাধীনতা তুমি মায়ের বুকের স্বতঃস্ফূর্ত ভাষা!!
স্বাধীনতা কবি নজরুলের ছায়ানট হিন্দোল
স্বাধীনতা তুমি পদ্মা মেঘনা যমুনার কলকল(২)
স্বাধীনতা তুমি শাশ্বত প্রাণে মৃত্যুঞ্জয়ীর আশা!!
রচনা তাং ৫/৪/১৯৭১ খ্রীঃ