১২:০৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২১, শুক্রবার |
| ১৪ রজব ১৪৪২
১২ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩৬
পরীক্ষা নিয়ন্ত্রক দাবি করেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অত্যন্ত সর্তকতার সাথে পরীক্ষা নেওয়া হচ্ছে। তথ্য ও প্রযুক্তিকে ব্যবহার করে যেন কেউ অসাধুপায় গ্রহণ করতে না পারে সেদিকে গুরুত্বের সাথে নজরদারি করা হচ্ছে। পরীক্ষার হলে মোবাইলসহ সকল ডিভাইস যন্ত্র ব্যবহার সম্পূর্ণ অবৈধ করা হয়েছে। কোন শিক্ষার্থী কাছে পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় এ অপরাধের দায়ে পাঁচজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুধুমাত্র শিক্ষার্থী নয় পরীক্ষা সংশ্লিষ্ট কোন কর্মকর্তা, শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে প্রমাণ সহকারে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় ২৬৯ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৯ হাজার ২১৪ জন শিক্ষার্থী। তার মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৫৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয়নি ৬৫৯ জন শিক্ষার্থী। অংশ না নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যশোরে ১১৫, নড়াইলে ৩২, মাগুরায় ৪৩, ঝিনাইদাহে ৯৮, কুষ্টিয়ায় ১১৬, মেহেরপুরে ২২, চুয়াডাঙ্গায় ৩৭, খুলনায় ৭২, সাতক্ষীরায় ৮০ ও বাগেরহাটে ৪৪ জন শিক্ষার্থী রয়েছে।
এছাড়া বহিষ্কৃত পাঁচজন শিক্ষার্থীদের মধ্যে কুষ্টিয়ার ডিপুর-২৭৩ নম্বর কেন্দ্রে ৪ ও মেহেরপুরের গাংনী-৪৭৬ নম্বর কেন্দ্রে ১ জন শিক্ষার্থী রয়েছে।